সোমবার, ১১ আগস্ট, ২০২৫
20 Aug 2025 11:05 am
![]() |
মো.সফিকুল আলম দোলন,জেলা প্রতিনিধি,পঞ্চগড়:-গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে পঞ্চগড়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তেঁতুলিয়া-পঞ্চগড় সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে সম্মিলিত সাংবাদিক সমাজ,পঞ্চগড় ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.সফিকুল আলম,ইনডিপেন্ডডেন্ড টিভি,মোশাররফ হোসেন,বাংলাভিশন টিভি, মো.সাইদুজ্জামান রেজা,নাগরিক টিভি,রনি চ্যানেল ওয়ান,ইনসান বিজয় টিভিও বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) পঞ্চগড় শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার সচেতন নাগরিকমহল।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে।যা একজন সাংবাদিককেই শুধু হত্যা করা হয়েছে বলে মনে করি না, তার নিষ্পাপ শিশুসহ পরিবারকে হত্যা করা হয়েছে । যা দেশের সকল সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালনে নিরাপত্তাহীনতা তৈরি করেছে।
বক্তারা আরও বলেন, এখন পর্যন্ত সাংবাদিক-সাগর রুনির বিচার হয়নি। তাই সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাÐে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যারা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে তাদেরকে অতি দ্রæততম সময়ে ফাসির মঞ্চে ঝুলিয়ে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি।