বুধবার, ০৬ আগস্ট, ২০২৫
21 Aug 2025 09:23 pm
![]() |
সংবাদ বিজ্ঞপ্তি:-সীমাহীন ব্যর্থতা, সাম্রাজ্যবাদ তোষণ, মব সন্ত্রাস উস্কানি, সাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি পৃষ্ঠপোষকতা, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা, সমন্বয়ক দের লুটপাট, চাঁদাবাজি পৃষ্ঠপোষকতা, সংস্কারের নামে কালক্ষেপণ, জাতীয় নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টার দায়ে অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ দাবী করেছে ৫ দলীয় বাম জোট।
জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্রের সাধারণ সম্পাদক বিধান দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সভাপতি এম এ সামাদ, সাধারণ সম্পাদক শাহীদুর রহমান, সোস্যালিস্ট পার্টি সভাপতি শাহীন আহমেদ, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি তালেবুল ইসলাম ও সমতা পার্টি সভাপতি শামছুল হক এক যুক্ত বিবৃতিতে এই দাবী জানান।
নেতৃবৃন্দ উল্লেখ করেন, গত বছরের ৫ আগস্ট গনআন্দোলনে ফ্যাসিবাদী শেখ হাসিনা দেশত্যাগ করলে জাতির মনে আশা সঞ্চার হয়ে ছিল, ফ্যাসিবাদী শাসন উচ্ছেদ হবে, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাবে। কিন্তু এই সরকার এক বছরে তার নূন্যতম নমুনা সৃষ্টি করতে পারেনি। উপরন্তু এই এক বছরে সাম্প্রদায়িকতা ও মব সন্ত্রাস উস্কানি দিয়ে জাতিকে এই ভীতিকর অবস্থায় ফেলে দিয়েছে। আন্দোলন কারী ছাত্র দের সরকারের অংশ এবং পৃষ্ঠপোষকতা দিয়ে চাঁদাবাজি ও লুটপাট কারী এক নীতিহীন প্রজন্ম তৈরী করছে।
তথাকথিত সংস্কারের নামে জাতীয় নির্বাচন বিলম্বিত করে ক্ষমতা দীর্ঘায়িত করার অপচেষ্টা চালাচ্ছে। রাষ্ট্র ও রাজনীতি এনজিও করন করে বিরাজনীতি করন করে চলছে। এমতাবস্থায় এই সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে। গণমাধ্যম কুক্ষিগত করে গণতান্ত্রিক অধিকার হরন করেছে । সব মিলিয়ে এক নব্য ফ্যাসিবাদী শাসন চলছে।
নেতৃবৃন্দ অবিলম্বে সরকার কে পদত্যাগ করে নির্বাচন কালীন সরকার গঠনের জোর দাবী জানান।
বার্তা প্রেরক,হরিশ চন্দ্র রায়,ইনচার্জ,দপ্তর বিভাগ,বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্র ও সদস্য, ৫ দলীয় বাম জোট,কেন্দ্রীয় পরিচালনা কমিটি