সোমবার, ০৪ আগস্ট, ২০২৫
21 Aug 2025 05:06 pm
![]() |
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সাপধরি ইউনিয়নে নদী ভাঙ্গন পরিদর্শন করেছেন ইসলামপুর বিএনপি’র নেতৃবৃন্দ।নৌকা যোগে গতকাল সাপধরি ইউনিয়নের প্রজাপ্রতি, চরশিশুয়া, আকন্দবাড়ী ও কাষারিডুবা নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম।
এ সময় তার সাথে ছিলেন- ইসলামপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, জামালপুর জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন সরকারসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিএনপি’র মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।