সোমবার, ০৪ আগস্ট, ২০২৫
21 Aug 2025 06:05 pm
![]() |
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:- বিএনপি'র সারাদেশের ন্যায় মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জুলাই- আগষ্ট গনঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপনে সফল করতে জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে শরিফপুর ইউনিয়ন বিএনপির সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ আগষ্ট রবিবার সদর উপজেলার শরিফপুর উচ্চ বিদ্যালয়ে প্রঙ্গনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হামিদী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বকুলের।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরিফপুর ইউনিয়নের বিএনপির সমন্বয়ক জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান সফি, জেলা বিএনপিরবি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক মোকছেদুর রহমান হারুন, এছাড়া বক্তব্য রাখেন শরিফপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুজাউদোল্লা চিস্তী,সাংগঠনিক সম্পাদক ডাঃ জুনায়েদ হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মেহেদী হাসান কনক সাধারণ সম্পাদক নূর ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল খান ও সদস্য সচিব হারেছ আলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন,আগামী ০৫ আগষ্ট নান্দিনা বাজারে এবং ০৬ আগষ্ট শহরের দেওয়ান পাড়া মোড় হইতে "আনন্দ মিছিলে অংশ গ্ৰহণ করতে শরিফপুরে ইউনিয়নের সকলস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানান।