শনিবার, ০২ আগস্ট, ২০২৫
02 Aug 2025 11:22 pm
![]() |
চট্রগ্রামের হাটহাজারী উপজেলার সরকার হাট বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল যুক্ত আকিজ বিড়ি জব্দ করেছে পুলিশ। বুধবার বিকাল ৫ টার দিকে এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী মডেল থানা পুলিশ। এ ঘটনায় তিন আসামীকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
হাটহাজারী মডেল থানা সূত্রে জানা যায়, সরকারের মোটা অঙ্কের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে চট্রগ্রামের বিভিন্ন বাজারে নকল বিড়ি বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে চট্রগ্রামের হাটহাজারী উপজেলার সরকার হাট বাজারে অভিযান চালিয়ে পঁচাত্তর হাজার (৭৫,০০০) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়। এসময় তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মইনুদ্দিন নাঈম, মো. মতিন ও আবু বক্কর।
১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(এ)/২৫ (ডি) ধারায় নকল বিড়ি বিক্রির অপরাধে মামলা দায়ের করা হয়। মামলা নাম্বার ২০(৭)২৫। পরে আদালতের মাধ্যমে বৃহস্পাতিবার তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মুহমুদ কাওসার হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল বিড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেপ্তার করা হয়েছে। নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।