শনিবার, ০২ আগস্ট, ২০২৫
03 Aug 2025 12:06 am
![]() |
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:-রংপুরের পীরগঞ্জে ভেন্ডাবাড়ী ইউনিয়নের ভবানীপুর (বাদিপাড়া) গ্রামে প্রবাসী সাজু মিয়ার স্ত্রী দুই সন্তানের জননী আসমা বেগম (৪২) নিজ বাসভবনে নৃশংসভাবে খুন হয়েছেন।গত বৃহস্পতিবার রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয়। হত্যাকান্ডের পর তার একটি হাতের আঙ্গুল বিচ্ছিন্ন অবস্থায় ঝুলতে দেখা যায়।নিহত আসমার বাবার বাডী উপজেলার শানেরহাট ইউনিয়নের ঘোষপুর গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত আসমার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে কর্মরত। আসমা বেগম একাই ভবানীপুরে নিজের বাড়িতে বসবাস করতেন। গত ৩১ জুলাই রাত ৮ টা থেকে ৯ টার মধ্যে প্রবাসী স্বামীর সঙ্গে আসমা বেগমের ফোনে কথা হয়।এরপর ওই রাতেই আরো কয়েকবার ফোন করেও কোনো সাড়া না পেয়ে স্বামী সাজু মিয়া স্থানীয় বাসিন্দা রাজ্জাক মিয়ার ছেলে তারাজুল কে ফোন করে খোঁজ নিতে বলেন। রাত ১২ টার দিকে তারাজুল গিয়ে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে গ্রামের লোকজন কে ডেকে প্রাচীর টপকে বাড়ীর ভেতর প্রবেশ করে দক্ষিণ পার্শ্বের রুমের মেঝেতে রক্তাক্ত অবস্থায় আসমাকে পড়ে থাকতে দেখেন।এরপর ভেন্ডাবাড়ী ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম ভেন্ডাবাড়ী পুলিশ ফাড়ির ইনচার্জ খাইরুল ইসলাম কে অবহিত করেন। খবর পেয়ে পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম ঘটনাস্থলে পৌছে লাশ থানায় নিয়ে আসেন।শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য লাশ রংপুর মর্গে প্রেরণ করা হয়।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি