শনিবার, ০২ আগস্ট, ২০২৫
02 Aug 2025 11:10 pm
![]() |
রাকিবুর রহমান রকিব,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল-আশুগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা শেখ মোহাম্মদ শামীম।দলের মনোনয়ন ও ভোটারদের ভোটে এমপি নির্বাচিত হলে পিছিয়ে পরা এ আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করার আশা ব্যক্ত করেছেন তিনি।
শুক্রবার (১ আগস্ট) বাদ জুম্মা সরাইল উপজেলা সদর ইউপি পরিষদ হল রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নিজের প্রার্থীতা ও নির্বাচনী আসন নিয়ে নানা উন্নয়নের পরিকল্পনা সম্পর্কে বক্তব্য প্রদান করেন শেখ মোহাম্মদ শামীম।তিনি বলেন, এলাকার উন্নয়ন, রাষ্ট্রের উন্নয়ন, মানুষের উন্নয়ন করা'র উদ্দেশ্যে ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মাদকাসক্ত বিপথগামী যুবসমাজ'কে আলোর পথে ফিরিয়ে আনার লক্ষ্যে'ই আমার রাজনীতি।
অন্যান্য অঞ্চলের সঙ্গে তুলনা করলে (সরাইল-আশুগঞ্জ) বিশেষ করে সরাইল কে মনে হয় পিছিয়ে পরা জনগোষ্ঠী ও উন্নয়ন বঞ্চিত এলাকা। আমি এই পিছিয়ে পরা সরাইল-আশুগঞ্জ'কে এগিয়ে নিতে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
রাজনৈতিক জীবনে ত্যাগের প্রশ্নে শেখ মোহাম্মদ শামীম বলেন, ছাত্রজীবন থেকে আমি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আমার নামে প্রায় ৫০ টির অধিক মামলা রয়েছে। এরশাদ সরকারের আমলে, পরবর্তীতে ১/১১ আমলে, ও হাসিনা সরকারের আমলে ও আমি একাধিকবার জেল খেটেছি।রাজনীতির সঙ্গে জড়িত থাকলে এসব মামলা, হামলা থাকবেই, এসব মেনে নিয়েই আমরা রাজনীতি করি।শেখ মোহাম্মদ শামীম বলেন, মানুষের সেবা করতেই রাজনীতি করি।আমি রাজনীতিবিদ।ছাত্র রাজনীতি থেকে শুরু করে জীবনের বেশিরভাগ সময়ই রাজনীতিতে ব্যয় করেছি।মামলা নিয়ে বার বার জেলে অনেক নির্যাতিত হয়েছি।রাজনীতি করি যখন মামলা,জেল ও জুলুম স্বাভাবিক।আশা করি
দল,আমার নেতা আমার ত্যাগ" তৃণমূলের পরিশ্রমকে মূল্যায়ন করে আমাকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সুযোগ দিবে।তিনি বলেন আমি আপনাদের সহযোগিতা পেলে, সরাইল- আশুগঞ্জকে মডেল উপজেলায় পরিনত করতে চাই।সরাইল - আশুগঞ্জ উপজেলা বরাবরই উন্নয়ন থেকে বঞ্চিত। তাই এই অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের প্রাপ্য উন্নয়ন নিশ্চিত করতে হলে প্রয়োজন সঠিক নেতৃত্বের।গণমাধ্যম সম্পর্কে তিনি বলেন, আমি গণমাধ্যম ব্যক্তিত্ব না হলেও গণমাধ্যম বান্ধব মানুষ।
আমি যেখানেই যায় প্রেসক্লাব কে-ই খুঁজি কারণ গণমাধ্যম'ই পারে ব্যক্তি জীবনে,রাজনৈতিক জীবনে ও রাষ্ট্রীয় জীবনের সবকিছু তোলে ধরে আনতে।তিনি বলেন,গণমাধ্যম ও রাজনীতি দুইটা পাশাপাশি চলে।রাষ্ট্র বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। গণমাধ্যম একটি দেশের গণতন্ত্র, স্বচ্ছতা এবং জনগণের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।আমি সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।
এসময়,ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা রওশন আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় সরাইল উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়াকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ রাকিবুর রহমান রকিব