সোমবার, ২৮ জুলাই, ২০২৫
28 Jul 2025 09:18 pm
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে রেলওয়ে গেট বন্ধ থাকা সত্বেও মোটরসাইকেল যোগে রেললাইনের ক্রসিং পার হওয়ার সময় নাছিম আহমেদ জয় (৩১) নামের এক মেরিণ প্রকৌশলী চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছে। গতকাল রোববার (২৭ জুলাই) বেলা দেড় টায় সান্তাহার রেলওয়ে স্টেশনের প্রধান গেটে লালমনি আন্তনগর এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। পরে রেলওয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করেছেন। নিহত নাছিম আহমেদ জয় আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির চকসোনার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে একজন মেরিণ প্রকৌশলী বলে জানা গেছে।
সান্তাহার রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, গতকাল রোববার দুপুর দেড়টার দিকে লালমনিহাট থেকে ছেড়ে আসা লালমনি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনে প্রবেশ করছিল। ঠিক তখনই মোটরসাইকেল আরোহী নাছিম আহমেদ জয় তার মোটারসাইকেল চালিয়ে গেট বন্ধ থাকা সত্বেও গেটের ভিতর প্রবেশ করে রেলক্রসিং এর ভিতরদিয়ে দ্রæত রেললাইন পার হতে গেলে ওই ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কায় প্রায় দেড়শত গজ দুরে ছিটকে পড়ে সে খন্ডবিখন্ড হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
পরে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে নিহত নাছিম আহমেদ জয়ের স্বজনরা থানায় ছুটে আসেন এবং সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি