সোমবার, ২৮ জুলাই, ২০২৫
28 Jul 2025 11:49 pm
![]() |
পিরোজপুর প্রতিনিধি:-জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শামীম সাঈদী বলেছেন, “আমরা যদি নির্বাচিত হই, তবে বেকারত্ব দূর করতে কর্মসংস্থান সৃষ্টি করব এবং নেছারাবাদকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।”
শনিবার সকালে নেছারাবাদ উপজেলা শাখা জামায়াতে ইসলামী আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভাটি স্থানীয় তৃণা কমিউনিটি সেন্টারে হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমির আবুল কালাম আজাদ এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি আব্দুর রশিদ।
সভায় জেলা আমির তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক, জেলা পেশাজীবী বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদসহ জামায়াতের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।
শামীম সাঈদী বলেন, “এক বছর আগে আমরা জুম মিটিংয়ে কথা বলেছিলাম, কিন্তু আজ এতজন নেতা-কর্মীর উপস্থিতিতে প্রকাশ্যে কথা বলতে পেরে মহান রবের প্রতি শুকরিয়া আদায় করছি। নেছারাবাদ একটি প্রত্যন্ত অঞ্চল, এখানে পাকা রাস্তা এবং ব্রিজের প্রয়োজন রয়েছে। প্রত্যেক ইউনিয়ন থেকে তথ্য সংগ্রহ করে আমাদের জানাবেন, আমরা আমাদের সাধ্যমতো ব্যবস্থা গ্রহণ করব।”
তিনি আরও বলেন, “এ ধরনের সভার মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করার সুযোগ সৃষ্টি হয়েছে, যা গ্রামাঞ্চলের উন্নয়নে একটি নতুন দিগন্ত খুলে দেবে। বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনার সাথে সমন্বয় সাধন করলে সরকারি প্রকল্পগুলোও স্থানীয় মানুষের উপকারে আসবে।