রবিবার, ২৭ জুলাই, ২০২৫
27 Jul 2025 09:34 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা সম্প্রতি ‘জুলাইয়ের ৩৬ দিন: উন্মোচিত হচ্ছে শেখ হাসিনার গোপন আদেশনামা’ শিরোনামে একটি তথ্যচিত্র প্রকাশ করেছে।প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের শিক্ষার্থীদের আন্দোলনের সময় ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা সরাসরি প্রাণঘাতি হামলার নির্দেশ দিয়েছিলেন।
আলোচিত এই প্রতিবেদনটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েমের সাক্ষাতকার রয়েছে। তবে সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করা নাহিদ ইসলাম ও স্থানীয় সরকার উপদেষ্টা পদে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাক্ষাতকার না নেওয়ায় ফেসবুকে অনেকেই সমালোচনা করেছেন। কেউ কেউ আবার বলছেন, সাদিক কাইয়ুমের ইন্টারভিউ নেওয়ায় অনেকের গাত্রদাহ হচ্ছে।
আল-জাজিরায় সাদিক কায়েমের সাক্ষাতকারের সমালোচনা করে এএইচএম শাহীন নামে এক ব্যক্তি গতকাল শুক্রবার দুপুরে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তার ভাষ্য, জুলাই গণঅভ্যুত্থানে ফ্রন্ট লাইনারের মধ্যে নাহিদ ছিলেন একমাত্র দৃশ্যমান আপসহীন চরিত্র। ‘সমন্বয়ক’ পরিচয়ের মধ্যে নাহিদ হয়ে উঠেছিলেন অন্যদের আইকন ক্যারেক্টার। সাদিক কায়েম শিবির পরিচয়ে আত্মপ্রকাশের আগে আমি তাকে চিনতাম না। এটা আমার জানাশোনার সীমাবদ্ধতা নয়। আমার মতো দেশের হাজার হাজার অভ্যুত্থানপন্থি জনতা আন্দোলনে সাদিক নামে কিছু আছে জানতেন না। এটা সাদিকের সমস্যা না। সে জুলাইয়ের শক্তি। জুলাইয়ের হিস্যা সে পায়। সমস্যা হলো আল-জাজিরা আর সামিরের।আল-জাজিরার পুরো ডকুমেন্টারিতে কৌশলগতভাবে জুলাইয়ের মেইনস্ট্রিম হিসেবে সাদিককে সামনে আনা হয়েছে। ব্যালেন্স করার জন্য আল-জাজিরা নাহিদকে রিচ করতে পারলো না। নেতৃত্বের মধ্যে সবচেয়ে বড় দুই সার্ভাইবার নাহিদ-আসিফের একটা সাক্ষাতকার নেওয়া গেল না।
শাহীনের এই সমালোচনামূলক স্ট্যাটাসের পক্ষে বিপক্ষে নেটিজেনরা নানা মন্তব্য করেন। এদের মধ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজিফা জান্নাত আল-জাজিরার সাংবাদিকদের ‘হুমকি’ দিয়ে বসেন।
শাহীনের স্ট্যাটাসটি শেয়ার করে নিজের ফেসবুক ওয়ালে নাজিফা লেখেন, ‘আল-জাজিরার এই রিপোর্ট সংশ্লিষ্ট সাংবাদিকদের কষায়ে থাপড়ানো উচিৎ। আই মিন সিরিয়াস জবাবদিহিতার মধ্যে আনা উচিৎ৷ছাত্রলীগের আমব্রেলার নিচে ঘাপটি মেরে থাকা সাদিক কায়েম নাকি জুলাই গণঅভ্যুত্থানের কি ফিগার। শেইম!’
এ বিষয়ে নাজিফার বক্তব্য জানতে তার মোবাইলে কল করা হলে তিনি রিসিভ করেননি।