রবিবার, ২৭ জুলাই, ২০২৫
27 Jul 2025 07:39 pm
![]() |
আবু ইউসুফ নওগাঁ প্রতিনিধি:- নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় শ্রাবণ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।এতে আরও একজন আহত রয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকালে মান্দা উপজেলার চৌদ্দমাইল নামক স্থানে দুই ট্রাকের সংঘর্ষে হয়। এতে ট্রাকের হেলপার শ্রাবণের মৃত্যু হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে নওগাঁ- রাজশাহী সড়কের চৌদ্দমাইল নামক স্থানে সড়কের পাশে দাড়িয়ে থাকা একটি পাথর বোঝাই ট্রাকে ধাক্কা দেয় আরেকটি সবজিবাহী ট্রাক। এসময় একটি ট্রাকের হেলপার গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়। তবে তার পুরো নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি।
ওসি আরও জানান, এঘটনায় আরও একজন আহত রয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। সংবাদ পাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।