শনিবার, ২৬ জুলাই, ২০২৫
28 Jul 2025 02:04 am
![]() |
আদমদীঘ (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘিতে ভিমরুলের কামড়ে সাড়ে ৪ বছর বয়সী আবু তালহা নামের এক শিশু ৫ দিন যাবত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছেন।শুক্রবার বেলা পৌনে ১২ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে।আবু তালহা উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনীর ফারুক হোসেনের ছেলে।
জানা যায়, গত ১৯ জুলাই বিকেল সাড়ে ৫টায় তাদের বাড়ির পাশে খেলা করার সময় শিশু আবু তালহাকে কয়েকটি ভিমরুল কামড়িয়ে আহত করে। এরপর স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ দিন পর অবশেষে গতকাল শুক্রবার বেলা পৌনে ১২ টায় মারা যায়। বিষয়টি নিশ্চিত করেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি