শনিবার, ২৬ জুলাই, ২০২৫
28 Jul 2025 05:06 am
![]() |
ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বাদ আছর শহরের নবাববাড়ী সড়ক সংগঠন কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তৃনমূল দল জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তৃনমূল দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বগুড়া জেলার সভাপতি মোঃ আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক আজম,মাসুদুর রহমান মোল্লা, হোসেন, দপ্তর সম্পাদক ইসলাম,শহর শাখার সভাপতি আব্দুস সোবহান শেখ, সদর থানার সভাপতি রফিকুল ইসলাম রফিক,শহর শাখার মহিলা বিষয়ক সম্পাদক সাথী,গাবতলী উপজেলার মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম, বগুড়ার ১নং ওয়ার্ড তৃনমূল দলের সভাপতি মোঃ ইমরান মোল্লা, ৫নং ওয়ার্ডের সভাপতি দুলাল,সাধারণ সম্পাদক আব্দুল করিম, ১৬নং ওয়ার্ডের সভাপতি বাদশা মিয়া, ১৯নং ওয়ার্ডের সভাপতি আব্দুল গনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন সদর ট্রাফিক পুলিশ ফাঁড়ি মসজিদের ইমাম মাওঃ মোঃ রাকিবুল হাসান।
ছবি-ক্যাপশনঃ শুক্রবার বাদ আছর শহরের নবাববাড়ী সড়ক সংগঠন কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তৃনমূল দল বগুড়া জেলা শাখার উদ্যোগে ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।