শনিবার, ২৬ জুলাই, ২০২৫
30 Jul 2025 11:49 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সড়কে একটি ইজিবাইক থেকে ১০০ বোতল রেকটিফাইড স্পিরিট জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।এ সময় গাড়িতে থাকা রহেদ মিয়া (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরের দিকে উপজেলার একাডেমি বাজার থেকে সৈয়দপুর ঘাট সড়কের আবুল কাশেম মাস্টারের বাড়ি সংলগ্ন এলাকায় এসব মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রহেদ মিয়া উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব কঞ্চিপাড়া কাইয়ারহাট এলাকার মৃত বাবর উদ্দিনের ছেলে।
এ বিষয়টি নিশ্চিত করে অধিদফতরের এএসআই মোস্তাফিজার রহমান বলেন, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইজিবাইকের পেছন সিটের বাম পাশে বসা রহেদ মিয়ার কাছে থাকা বাজারের ব্যাগ থেকে ১০০ বোতল অবৈধ মাদকদ্রব্য রেকটিফাইড স্পিরিট জব্দসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক জুয়েল ইসলাম বলেন, গ্রেফতার রহেদ মিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে ফুলছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।