শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
30 Jul 2025 11:49 pm
![]() |
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ শুক্রবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের কাউড়াস মোকামতলা দাখিল মাদ্রাসার ৩ কোটি ২৬ লাখ ব্যয়ে নব-নির্মিত ৪ তলা ভবনের উদ্বোধন করা হয়।
উক্ত নব-নির্মিত ৪ তলা ভবনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪. কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
উদ্বোধনী ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউড়াস মোকামতলা দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াহেদ।
উদ্বোধনী ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা কর্মপরিষদের সদস্য ও কাহালু সদর ইউ পির সাবেক চেয়ারম্যান মাওঃ আব্দুল মোমেন, কাহালু উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বীরকেদার ইউ পি চেয়ারম্যান মো. ছেলিম উদ্দিন, কাউড়াস মোকামতলা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ জয়নাল আবেদীন, অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হাসান প্রামানিক, পাঁচপীর মাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান মক্তার, বীরকেদার ইউনিয়ন বিএনপির সভাপতি মুনসুর রহমান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রিদয়, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম সাকিল, বীরকেদার ইউ পি সদস্য আনছার আলী, তিনদীঘি উচ্চ বিদ্যলয়ের শিক্ষক মতিউর রহমান, অত্র মাদ্রাসার এডহক কমিটির অভিভাবক সদস্য মজনু রহমান, শিক্ষক প্রতিনিধি মাসুদ পারভেজ, সাবেক সদস্য আব্দুল হান্নান, বীরকেদার ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বাবলু খন্দকার সহ অত্র মাদ্রাসার শিক্ষক/শিক্ষিকা ও গন্যমান্য ব্যক্তিবর্গ।