শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
31 Jul 2025 06:54 pm
![]() |
পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি:-পীরগঞ্জে ৪৮ ঘন্টায় ৭ জন মানসিক হিস্টিরিয়া (মাস হিস্টিরিয়া) রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।সোম ও মঙ্গলবার ওই রোগে আক্রান্ত রোগীদের অধিকাংশই ছাত্রী।
স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানায়, স্বাস কষ্ট, মাথা ব্যথা এবং বমি করা এবং উপসর্গ নিয়ে দুই দিনে ৭ জন রোগী ভর্তি হয়েছেন।এদের মধ্যে কিশোরী-তরুনীই বেশি।ভর্তিরত রোগীরা হলেন, উপজেলার হাসানপুরের মহিবুল্লার নবম শ্রেণি পড়ুয়া কন্যা ছাবা খাতুন, একই স্কুলের ছাত্র স্মরন মিয়া, রাউৎপাড়ার মিলন মিয়ার এইচএসসি পরীক্ষার্থীনী কন্যা মিম খাতুন, সাদুল্ল্যাপুর উপজেলার সদরপাড়ার আল আমিনের নবম শ্রেণি পড়ুয়া কন্যা অনিকা খাতুন, স্কুল পড়ুয়া ছাত্রী উসা (১২) সহ জুই খাতুন (১৫) এবং মনিকা বেগম (২০)। ভর্তিরত শিক্ষার্থীরা জানান,হঠাৎ করে শ্বাস নিতে সমস্যা ,মাথা ব্যথা ও বমি হয়ে শরীর নিস্তেজ হয়ে যায়। তাদের পরিবারের লোকজন দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিতে এনে ডাক্তারের পরামর্শে ভর্তি করিয়েছেন।এই রোগে আক্রান্তদের মাঝে চরম উদ্বেগ-উৎকন্ঠা দেখা গেছে।
কমপ্লেক্সটির আবাসিক মেডিকেল অফিসার তারিকুল ইসলাম মন্ডল বলেন, এ ধরনের রোগীরা তাদের মানসিক অবস্থা শারিরীকভাবে প্রকাশ করে চিকিৎসা নিতে আসে। এ ব্যাপারে শংকিত না হয়ে সংশ্লিষ্ট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।
স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন বিশেষজ্ঞ ডা. একেএম শাফিউজ্জামান বলেন, অভ্যন্তরীন বিভাগে ভর্তিরত রোগীরা হিস্টিরিয়া রোগে আক্রান্ত। এটি একটি মানসিক রোগ, যা ব্যক্তির মনস্তাত্ত্বিক চাপ বা আবেগের কারণে শারীরিক উপসর্গের মাধ্যমে প্রকাশিত হয়।এটি সাধারণত কোনো আঘাতমূলক ঘটনার প্রতিক্রিয়া বা দীর্ঘস্থায়ী মানসিক চাপের কারণে হতে পারে।
এছাড়াও এ রোগের আরও লক্ষণ রয়েছে। এটি নিয়ে ঘাবড়ানোর কারণ নেই। এ রোগের চিকিৎসার পাশাপাশি রোগীকে মনোবল শক্ত করতে কাউন্সিলিং করা দরকার।
মোঃ আকতারুজ্জামান রানা