শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
31 Jul 2025 06:58 pm
![]() |
সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে আন্তর্জাতিক মানবাধিকার এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নিয়ামতের বাইগুনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাঘাটা উপজেলার শিমুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার সকালে দুই জেলার তিন শতাধিক শিক্ষার্থীদের হাতে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর চেয়ারম্যান সোহাগ প্রধান, মহাসচিব আনিসুর রহমান আনিস, ফাউন্ডেশন পরিচালনা পর্ষদের সদস্য ফজলে রাব্বী, মেহেরুল ইসলাম, আশরাফুল হক বাপ্পী, প্রভাষক আব্দুল মতিন প্রমুখ।এছাড়াও সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিতরণকালে ফাউন্ডেশন এর চেয়ারম্যান সোহাগ প্রধান বলেন, এই পৃথিবীকে সবুজে-শ্যামলে ভরিয়ে দিয়েছে প্রাণদায়ী বৃক্ষরাজি। মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যেসব মৌলিক চাহিদা রয়েছে, এর অধিকাংশই পূরণ করে বৃক্ষ। তাই মানবজীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম।
বন্ধু হিসাবে গাছ সর্বোত্তম। তাই দেশের কল্যাণে এবং আমাদের অস্তিত্ব রক্ষায় বসতবাড়ির আশেপাশে পতিত জায়গায়, পুকুর পাড়ে, রাস্তার পাশে, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালতসহ যেখানেই খালি জায়গা রয়েছে সেখানেই বনজ, ফলদ এবং ঔষধি গাছের চারা বেশি করে লাগাই। তাদের যতœ করি। এতে একদিকে যেমন দেশ বৃক্ষ সম্পদ বৃদ্ধি পাবে। তেমনি পরিবেশ সুষ্ঠু ও নির্মল হবে।