শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
31 Jul 2025 06:43 pm
![]() |
স্টাফ রিপোর্টারঃ- বগুড়া কেন্দ্রীয় সমবায় শিল্প সমিতি লিঃ এর নির্বাচন সম্পন্ন হয়েছে।মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ ভোট গ্রহন সম্পন্ন হয়। মোট ২৪ জন ভোটারের মধ্যে ২৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এ নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন মোঃ সিদ্দিকুর রহমান, তার প্রাপ্ত ভোট ১৩ এবং নিকটতম প্রতিদ্ব›দ্বী আরিফ রহমান পেয়েছেন ৭ ভোট, সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ শাহীনুর আলম, তার প্রাপ্ত ভোট সংখ্যা ১৬ এবং নিকটতম প্রতিদ্বন্দ¦ী মোঃ মুঞ্জুরুল হক পেয়েছেন ৭ ভোট। এছাড়া সদস্য ৪টি পদের মধ্যে ৩জন বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন, তারা হলেন বøক-০১ এ আব্দুল মোত্তালেব, বøক-০২- মোঃ আনছার আলী, বøক-০৪ এ মোফাজ্জল হোসেন আকন্দ এবং বøক -০৩ এ সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন সাজেদুর রহমান, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আব্দুল বারী পেয়েছেন -১ ভোট। নির্বাচন শেষে ফলাফল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আব্দুল্লাহ-হিল-আবিদ। এসময় উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মোঃ সাজ্জাদুল আলম তৌহিদ। এছাড়াও নির্বাচন পরিচালনার কমিটির সদস্য রাজিয়া সুলতানা ও মোঃ ছারোয়ার হোসেন উপস্থিত ছিলেন।