বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
31 Jul 2025 07:00 pm
|
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৪, (কাহালু-নন্দীগ্রাম) এলাকার সংসদ সদস্য প্রার্থী ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেক্ট আর্গানাইজার (ইফসু)’র মহাসচিব ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিনত করতে চায়। আর এই দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিনত করতে হলে সৎ, যোগ্য ও খোদা ভীরু নেতৃত্বের প্রয়োজন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩”শ’ আসনেই যোগ্য প্রার্থী মনোনয়ন নিশ্চিত করেছেন এবং মাঠে ময়দানে জীবন বাজি রেখে তারা কাজ করছেন। বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম আসনও তার বাহিরে নয়। এখানে আমার অতান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আপনাদের প্রাণ প্রিয়নেতা কাহালু উপজেলা পরিষদের সাবেক ৩ বারের চেয়ারম্যান মরহম অধ্যক্ষ মাওঃ তায়েব আলী মনোনীত ছিলো। তিনি মারা যাওয়ার পর কাহালু-নন্দীগ্রাম উপজেলা বাসীর চাহিদা মোতাবেক কেন্দ্রীয় জামায়াত নেতৃবৃন্দের নির্দেশে আমি আমার কর্মস্থল তুরস্ক থেকে ছুটে এসেছি। আমি আপনাদের ও এলাকাবাসীর সার্বিক সহযোগীতায় নির্বাচিত হলে আপনাদের পাশে নিয়ে কাহালু-নন্দীগ্রাম উপজেলাকে সন্ত্রাস, ঘুষ, দুর্র্নীতি, চাঁদাবাজ মুক্ত করে কাহালু-নন্দীগ্রাম উপজেলাবাসীকে মডেল উপজেলা উপহার দিবো ইন্শা আল্লাহ।
বৃহস্পতিবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে কাহালুর সাংবাদিকের সঙ্গে মতবিনিময় কালে উপরোক্ত কথা গুলো বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা কর্মপরিষদের সদস্য ও কাহালু সদর ইউ পির সাবেক চেয়ারম্যান মাওঃ আব্দুল মোমেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা (পশ্চিম শাখা) সভাপতি সাইয্যেদ কুতুব শাব্বির, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার আমীর মাওঃ আব্দুস শাহীদ খান, নায়েবে আমীর অধ্যাপক আলহাজ্ব মাওঃ শহীদুল্লাহ, সেক্রেটারী আলহাজ্ব শহিদুর রহমান সবুজ, সহকারি সেক্রেটারী প্রভাষক আব্দুল মোমিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাহালু উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল হান্নান, জামায়াতের উপজেলা কর্মপরিষদের সদস্য মাওঃ আবু ইউসুফ, আব্দুল লতিফ শিশির, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু পৌর শাখার সেক্রেটারী হাফেজ নজরুল ইসলাম সাইফুল, মরহুম অধ্যক্ষ মাওঃ তায়েব আলীর ছেলে মালঞ্চা ইউনিয়ন জামায়াতের আমীর আবু দাউদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাহালু পৌর শাখার সভাপতি রবিউল ইসলাম, সাবেক শিবির নেতা সাগর চৌধুরী, দৈনিক ইত্তেফাক ও দৈনিক করতোয়া পত্রিকার কাহালু উপজেলা প্রতিনিধি আব্দুস ছালেক (তোতা), দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক সাতমাথা পত্রিকার উপজেলা প্রতিনিধি এম এ কাদের, দৈনিক ভোরের কাগজ ও দৈনিক বগুড়া পত্রিকার উপজেলা প্রতিনিধি আলহাজ্ব আব্দুল হান্নান, সিনিয়র সাংবাদিক সরদার এ কে এম রেজাউল হক, দৈনিক ভোরের দর্পণ ও দৈনিক মুক্তবার্তা উপজেলা পত্রিকার প্রতিনিধি আব্দুল মতিন, দৈনিক চাঁদনী বাজার পত্রিকার কাহালু উপজেলা প্রতিনিধি নুরুল ইসলাম শেখ, দৈনিক প্রভাতের আলো পত্রিকার কাহালু উপজেলা প্রতিনিধি মাহবুবুল আলম প্রমূখ সহ বিভিন্ন পত্রিকার স্থানীয় প্রতিনিধিগণ।