বুধবার, ২৩ জুলাই, ২০২৫
23 Jul 2025 08:59 pm
![]() |
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের রায়ের বাকাই এলাকায় অভিযান চালিয়ে ৭৪ কেজি গাঁজা উদ্ধারসহ সুজেদা( ৩৮) কে আটক করেছে ডিবি পুলিশ।তিনি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ফুলকোচার ইউনিয়নের রায়ের বাকাই গ্রামের বেলাল মিয়ার স্ত্রী।
মঙ্গলবার (২২ জুলাই) ডিবির এসআই মো: এহসানুল হক আবির বাদী হয়ে ২০১৮ সালের ৩৬ (১) এর স্মারণীর ১৯(গ) /৪১ ধারায় মেলান্দহ থানায় মামলা দায়ের করেন।
ডিবি কার্যালয় সুত্রে জানা যায়, জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এর নির্দেশে প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে ডিবি পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ৩ টা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এসআই মোঃ এহসানুল হক এর নেতৃত্বে নারী কনস্টেবল খাদিজা খাতুনের সহায়তায় মেলান্দহ থানার রায়ের বাকাই এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।
এ সময় ৪টি সাদা প্লাষ্টিকের বস্তায় স্কচটেপ মোড়ানো মোট ২৮টি প্যাডিতে মোট ৭৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ২২ লক্ষ ২০ হাজার টাকা।
ডিবির এই সফল অভিযানের বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ নাজমুস সাকিব বলেন, আমাদের টিম মাদকবিরোধী অভিযানে নিয়মিত তৎপর রয়েছে। এই ধরনের অভিযানের মাধ্যমে জামালপুর জেলায় মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হচ্ছে। তিনি আরো জানান, নারী ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে। তার স্বামী পলাতক।