বুধবার, ২৩ জুলাই, ২০২৫
23 Jul 2025 08:40 pm
![]() |
সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে বগুড়ার সোনাতলা উপজেলার নামাযখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরিখালি বিজয় কিশোর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে আন্তর্জাতিক মানবাধিকার এডুকেশন ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার (২২ জুলাই) সকালে প্রায় ৩শতাধিক শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সোহাগ প্রধান, মহাসচিব আনিসুর রহমান আনিস, ফাউন্ডেশন পরিচালনা পর্ষদের সদস্য ফজলে রাব্বী, মেহেরুল ইসলাম, আশরাফুল হক বাপ্পী, প্রভাষক আব্দুল মতিন প্রমুখ। এছাড়াও সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিতরণকালে ফাউন্ডেশনের চেয়ারম্যান সোহাগ প্রধান বলেন, পরিবেশ রক্ষায় গাছপালার ভূমিকা অপরিসীম। প্রত্যেকটি প্রাণীই প্রত্যক্ষ্য এবং পরোক্ষভাবে বৃক্ষ বা উদ্ভিদের ওপর নির্ভরশীল। এক কথায় বৃক্ষ ছাড়া পৃথিবীতে জীবজগৎ অকল্পনীয় ব্যাপার। তাই প্রত্যেকের উচিত প্রতি বছর বৃক্ষরোপণের মৌসুমে বাড়ির আশপাশে কিংবা খোলা জায়গায় সাধ্যমতো গাছ লাগানো।
তিনি আরো বলেন, নিজেদের অস্তিত্ব রক্ষায় শিক্ষার্থীদের পাশাপার্শি সবার সম্মিলিত প্রচেষ্টায় বাসযোগ্য একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে সবাইকে বৃক্ষপ্রেমিক হতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য সুন্দর পৃথিবী গড়তে গাছ নিধন নয়, সৃজনই হোক সবার লক্ষ্য।