মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
23 Jul 2025 07:48 am
![]() |
সংবাদ বিজ্ঞপ্তি:- মোবাইল ডিভাইস থেকে শুরু করে টেলিভিশন নিত্য ব্যবহার্য অনেক ডিভাইসেই এখন এআই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে।বর্তমান স্মার্টফোনগুলোতে এমন সব এআই টুলস রয়েছে,যা যোগাযোগকে আগের চাইতে অনেক সহজ করে তুলেছে। এমনকি গৃহস্থালির কাজে ব্যবহৃত ফ্রিজ কিংবা ওয়াশিং মেশিনের মতো যন্ত্রপাতিতেও এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।ফলে, এ অনুষঙ্গগুলো একইসাথে যেমন আগের চেয়েও অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী, তেমনি নিশ্চিত করা হচ্ছে টেকসই সেবা।
এ সংক্রান্ত একটি ফিচার মেইলে সংযুক্ত করা হয়েছে, যা আপনার সংবাদ মাধ্যমে প্রকাশের অনুরোধ জানাচ্ছি।
বকুল রায়,ম্যানেজার, মিডিয়া রিলেশনস,ফোরথোট পিআর লিমিটেড,