বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
17 Jul 2025 03:15 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ কিংবা বিঘ্নিত হয়নি বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়েছে, মোবাইল বা ব্রডব্যান্ড—কোনো ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করার বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কোনো নির্দেশনা জারি করেনি।
বিবৃতিতে আরো বলা হয়, ‘যেকোনো পরিস্থিতিতেই ইন্টারনেট শাটডাউন না করার বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট। দেশের যেকোনো স্থানে ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখতে সরকার বদ্ধপরিকর।’
গোপালগঞ্জসহ দেশের কোথাও ইন্টারনেট বন্ধের প্রশ্ন উঠানোকে ‘অবান্তর ও ভিত্তিহীন’ আখ্যা দিয়ে মন্ত্রণালয় বলেছে, ‘বর্তমান সরকারের নীতিগত অবস্থান অনুযায়ী ইন্টারনেট সেবা বিঘ্নিত করার কোনো পরিকল্পনা নেই।’
এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলেও বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বলা হয়, ‘দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে একটি মহল ইচ্ছাকৃতভাবে অপপ্রচার চালাচ্ছে। স্বৈরাচারী ধারা ও তাদের দোসররা মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।’
মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে, ‘সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনজীবনে শৃঙ্খলা বজায় রাখতে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে হবে। ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তথ্য যাচাই ছাড়া কোনো বক্তব্য বা পোস্ট না দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।’
পিএনএস