বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
17 Jul 2025 11:37 am
![]() |
সংবাদ বিজ্ঞপ্তি:- ৫ দলীয় বাম জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্রের সাধারণ সম্পাদক বিধান দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সভাপতি এম এ সামাদ, সাধারণ সম্পাদক শাহীদুর রহমান, সোস্যালিস্ট পার্টির সভাপতি শাহীন আহমেদ, ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ সভাপতি তালেবুল ইসলাম ও সমতা পার্টি সভাপতি শামছুল হক এক যৌথ বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের উপর ৩৫ শতাংশ অতিরিক্ত যে শুল্ক আরোপ করেছে তা নিয়ে বাণিজ্যমন্ত্রীসহ উচ্চ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিদের সাথে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের দ্বিপাক্ষিক বৈঠকে কি আলোচনা চলছে তা দেশবাসীর কাছে স্পষ্ট করার আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, ইতিমধ্যে দুই দফা বৈঠক হয়েছে। আগামী সপ্তাহে তৃতীয় দফা বৈঠক হওয়ায় কথা রয়েছে। বৈঠকে শুল্ক কমানোর জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কি কি শর্ত দেওয়া হচ্ছে তা পরিস্কার নয়। অথচ বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক আরোপের নামে বিভিন্ন দেশের বিনিয়োগ ও বানিজ্যে একচ্ছত্র আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে। একইসাথে অন্য দেশের সাথে বিনিয়োগ ও বানিজ্যের ক্ষেত্রেও শর্ত আরোপ করার চেষ্টা চালাচ্ছে।
পণ্যের ক্ষেত্রে পাল্টা শুল্ক আরোপের চাপ দিয়ে যুক্তরাষ্ট্র মূলত দেশের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত শর্ত এবং নানা বানিজ্যিক শর্ত আরোপ করে চাপ তৈরি করছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সামরিক পণ্য, বেসামরিক উড়োজাহাজ ও পণ্য, এলএনজি, গম, সয়াবিন তেল আমদানির ক্ষেত্রে দীর্ঘমেয়াদি চুক্তির জন্য চাপ দিচ্ছে। অপরদিকে, অপরাপর দেশ থেকে আমদানি কমানোর জন্য চাপ দিচ্ছে। অর্থাৎ, যুক্তরাষ্ট্রের সাথে চলমান বাংলাদেশি পণ্যের শুল্ক কমানোর আলোচনা শুধু একটি বিষয়ে সীমাবদ্ধ নেই, তা আর্থিক ও ভূ-রাজনৈতিক স্বার্থের সাথে যুক্ত হয়ে পরছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ পাল্টা শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্র কি কি শর্ত দিচ্ছে তা দেশবাসীকে অবহিত করার এবং উচ্চ শুল্ক আরোপের অপকৌশলের চাপে জাতীয় স্বার্থ বিরোধী কোন চুক্তি না করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
বার্তা প্রেরক,হরিশ চন্দ্র রায়,ইনচার্জ, দপ্তর বিভাগ,বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্র ও সদস্য ৫ দলীয় বাম জোট কেন্দ্রীয় পরিচালনা কমিটি