বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
17 Jul 2025 10:58 am
![]() |
আমার প্রিয় কবি নজরুল তুমি,
তোমায় ভেবে লিখে যাই কত কাব্য কবিতা--
তুমিই মোদের হৃদয়পটে আঁকা রঙিন ছবিটা-
যার আবিরে রাঙিয়ে যাই -
কবিতার ছেঁড়া মলিন ডাইরিটা।
তোমায় কভু দেখেনি স্বনেত্রে-
তবুও আজন্ম দেখার বাসনা উঁকি দেয় কাব্যের উঠোনে।
ফ্রেমে বাঁধা হাজারো ছবি -
আপনমনে এঁকেছেন চিত্র শিল্পী,
কোথাও যেনো নেই কোন ঘাটতি।
তবুও তুমি আজ দূর আকাশের তারা -
পূর্ণিমা রাতে উজ্জ্বল আলো হয়ে আলোকিত করো হাজারো ভক্ত হৃদয়ে।
তুমি প্রেম বিরহে- সাম্যের গান গাও,
প্রতিবাদি কন্ঠে তুলো বিদ্রোহের বজ্রধ্বনি।
যুগে যুগে করবো তোমায় স্মরণ -
সুর ছন্দ কাব্য কবিতায় হবে শ্রদ্ধায় বরণ।