বুধবার, ১৬ জুলাই, ২০২৫
16 Jul 2025 09:21 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা:- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২০ পিস ইয়াবাসহ মো. আব্দুর রাজ্জাক শেখ (৪৭) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তার বাড়ির শয়নকক্ষ থেকে ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
১৫ জুলাই মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. জুয়েল ইসলামের নেতৃত্বে একটি টিম দক্ষিণ কাজিবাড়ী সন্ধেলা গ্রামের অভিযুক্তের বাড়িতে অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক শেখ ওই গ্রামের মৃত আজিজার রহমান শেখ ও মোয়াঃ আমিনা বেওয়ার ছেলে। তার বসতঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে উদ্ধার করা হয় ২২০ পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন ২২ গ্রাম। একইসাথে উদ্ধার করা হয় ইয়াবা বিক্রির ১,২০০ টাকা। জব্দকৃত আলামতের মোট মূল্য আনুমানিক ৬৭,২০০ টাকা।
অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী উপ-পরিদর্শক মো. আবুল কাশেম এবং কয়েকজন সিপাহী। স্থানীয় দুইজন প্রত্যক্ষদর্শী সাক্ষীকেও অভিযানের সময় সঙ্গে রাখা হয়। উদ্ধারকৃত ইয়াবার একটি অংশ রাসায়নিক পরীক্ষার জন্য নমুনা হিসেবে সংগ্রহ করা হয়েছে এবং বাকিগুলো যথাযথভাবে সিলগালা করে জব্দ তালিকা তৈরি করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় আসামির বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, তার বিরুদ্ধে এর আগেও সাদুল্লাপুর থানায় একটি মাদক মামলা রয়েছে, যার এফআইআর নং ৩১/১৩১, তারিখ ৩১ মে ২০২৪।
মামলার তদন্ত পরিচালনা করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাইবান্ধা জেলা কার্যালয়।