বুধবার, ১৬ জুলাই, ২০২৫
17 Jul 2025 11:47 am
![]() |
ভোলা প্রতিনিধি:-আমরা স্বৈরাচার হাসিনা কে হটিয়েছি আর কোন নব্য স্বৈরাচারের স্থান এ বাংলার মাটিতে স্থান হবে না বলে হুশিয়ারী দিয়েছেন নাহিদ ইসলাম।
১৫ই জুলাই বিকাল ৩টায় ভোলা শহরে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যতে নাহিদ ইসলাম এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গ্যাসের শহর ভোলা, এ জেলার গ্যাসে দেশের বিভিন্ন জেলায় যায় অথচ ভোলাবাসীকে গ্যাস থেকে বঞ্চিত রেখেছে।এটা ভোলাবাসীর সাথে বৈষম্য করা হচ্ছে।
দ্বীপ জেলার ৫৭জন শহীদের কথা উল্লেখ করে নাহিদ বলেন. জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি শহীদের সংখ্যা ভোলাতে৷ তাই আজ আমরা এসেছি ভোলাবাসী কে আপন করে নিতে।ভোলাবাসীর সাথে আর বৈষম্য করা হবে না, আপনাদের পাশে থাকবে জাতীয় নাগরিক কমিটি।
আমরা স্বৈরাচার হাসিনা কে তাড়িয়েছি আর কোন নব্য স্বৈরাচার কে জায়গা দেওয়া হবে না বলে হুঁশিয়ারী দিয়ে নাহিদ ইসলাম বলেন, প্রতিবাদের জায়গা হলো ভোলা, ভোলার বীরসেনারা জুলাই আগষ্টের আন্দোলনের যে সাহসীকতা দেখিয়েছে সে ভোলার মানুষ কোন চাঁদাবাজ, ধর্ষককে স্থান দিবে না।
ভোলার স্বাস্থ্যসেবার মান এত খারাপ, ভোলার হাসপাতালটি অকেজো, ভোলার মানুষের যোগাযোগ ব্যবস্থা এতটা পিছিয়ে যা অন্য কোথায় নেই বলে নাহিদ বলেন.আপনাদের জাতীয় নাগরিক পার্টি প্রতিশ্রুতি দিচ্ছে এ ভোলা হবে একটি সুন্দর সম্মৃদ্ধশালী জেলা।
পদযাত্রায় সারজিজ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভোলার কৃতি সন্তান যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।এ সময় উপস্থিত ছিলেন হাসনাত আবদুল্লাহ, ডাক্তার তাসনিম জারাপ্রমুখ।