মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
25 Aug 2025 10:06 pm
![]() |
বগুড়ায় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশা ফাউন্ডেশনের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কার্যক্রম গতিশীল করতে কমিটি গঠন করা হয়েছে। ড. আবু সালেহ মামুন চেয়ারম্যান ও মো. আব্দুল কাদেরকে সেক্রেটারি করে নন্দীগ্রাম উপজেলার ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি আত্মপ্রকাশ ঘটেছে। সোমবার বগুড়া শহরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রত্যাশা ফাউন্ডেশনের সমন্বয় বৈঠক করা হয়।
পরিবেশ পরিস্থিতির আলোকে মানুষের অধিকার নিশ্চিতকরণ, মাদকমুক্ত, নিরক্ষর মুক্ত, মানব সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য সুরক্ষায় সাবেক ছাত্র-নেতাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম গতিশীল করার পরামর্শ দেন বক্তারা।
বৈঠকে মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদীর উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে নন্দীগ্রাম উপজেলা প্রত্যাশা ফাউন্ডেশনের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নাজমুস সাকিব, সহ সেক্রেটারি আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ ওলিউল হাসান শিমুল, সহ কোষাধ্যক্ষ রাকিবুল ইসলাম, অফিস সেক্রেটারি আব্দুল্লাহ আল শাফি ও প্রচার সেক্রেটারি শফিক আহমেদ প্রমূখ।