মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
17 Jul 2025 03:54 pm
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘি উপজেলার অসুস্থ হওয়া বিএনপি ও যুবদল নেতা-কর্মীদের উন্নত চিকিৎসার জন্য মানবিক সহায়তা প্রদাণ করা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গতকাল সোমবার (১৪ জুলাই) বেলা ১২ টায় অসুস্থ হওয়া আদমদীঘি উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, সদর যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল করিম মোল্লা, বিএনপি কর্মী মঞ্জুর রহমানের পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদেরকে আর্থিক সাহায্য করেন উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক হাজী শামীম আহমেদ।
এ সময় তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান শুধু রাজনৈতিক নেতা নন, তিনি একজন মানবিক মানুষ। নেতাকর্মীদের দুর্দিনে তিনি সবসময় পাশে আছেন, ভবিষ্যতেও থাকবেন।
সহায়তা প্রদাণ কালে উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন আহম্মেদ,যুগ্ম সম্পাদক এস.মাসুদ আহমেদ, ফরিদ হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি রিনা খাতুন,আদমদীঘি সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোকলেছার রহমান, দুপচাঁচিয়ার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হান্নান পারভেজ, উপজেলা শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন, সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক ফজলুল হক সাগর, সদর ইউনিয়ন তাঁতীদলের সাধারণ সম্পাদক উজ্জল হোসেন, কৃষকদল নেতা এনামুল হক,জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আহম্মেদ কাওছার দ্বীপ, আদমদীঘি উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আবুল বাশার মারুফ-সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মিরা।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি