মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
17 Jul 2025 03:48 pm
![]() |
নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:- নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আত্রাই উপজেলা শাখার আয়োজনে গণসংযোগ ও হ্যান্ডবিল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৯ জুলাই ঢাকায় জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশকে সফল করতে এ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়।
সোমবার (১৪ জুলাই) সকাল ৯টায় উপজেলা সদরে এ কর্মসূচি পালন করা হয়। নওগাঁ ৬ (আত্রাই-রাণীনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী, নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খবিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তিনি বলেন, ‘জাতীয় মহাসমাবেশে আমরা শান্তিপূর্ণভাবে জনগণের অধিকার ও দেশের উন্নয়নের দাবি তুলে ধরব। আমাদের লক্ষ্য সুস্থ গণতন্ত্র, ন্যায়বিচার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া।থ তিনি সাত দফা দাবি বাস্তবায়ন ও সরকারের সঙ্গে গঠনমূলক ভূমিকা রাখারও প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও যোগ করে বলেন, ‘সাত দফা দাবি বাস্তবায়ন ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা সরকারের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রাখতে চাই, যাতে দেশের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত হয়।থ
অনুষ্ঠানে উপজেলা শাখার আমীর মো. আসাদুল্লাহ আল গালিব, সেক্রেটারি মো. তোজাম্মেল হকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় সমাবেশে ব্যাপক অংশগ্রহণের জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করা হয়।