মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
17 Jul 2025 03:59 pm
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘি উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সোমবার (১৪ জুলাই) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এক আলোচনা সভা ও ভাল কাজের জন্য পুরস্কৃত করা হয়।
আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: সালাউদ্দিন বাবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার নিশাত আনজুম অনন্যা। আরো বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুল হালিম, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ।সভা শেষে পরিবার পরিকল্পনা বিভাগে ভাল কাজের স্বীকৃতি স্বরুপ পরিবার কল্যাণ পরিদর্শক আলতাফুন নেসা, মোশারফ হোসেন ও পরিবার কল্যাণ সহকারি লাবনী আক্তারকে ক্রেস্ট প্রদাণ করা হয়।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি