সোমবার, ১৪ জুলাই, ২০২৫
17 Jul 2025 03:24 pm
![]() |
ঢাকা, জুলাই ১৩, ২০২৫: দেশব্যাপী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে যৌথভাবে ‘এন্টারপ্রেনারশিপ ও বিজনেস ডেভেলপমেন্ট’ বিষয়ে সার্টিফিকেশন প্রোগ্রাম চালু করবে প্রাইম ব্যাংক পিএলসি. ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)। রোববার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ বিষয়ে একটি চুক্তি বিনিময় করে।
এই সার্টিফিকেশন প্রোগ্রাম চালুর মূল উদ্দেশ্য হলো- দেশব্যাপী টেকসই উদ্যোগ (এন্টারপ্রাইজ) গড়ে তুলতে উদ্যোক্তাদের প্রয়োজনীয় ব্যবসায়িক জ্ঞান সরবরাহ করা ও নেতৃত্ব বিষয়ক দক্ষতা উন্নয়ন করা। আট সপ্তাহব্যাপী এই কোর্সে অংশগ্রহণকারীদের আর্থিক ব্যবস্থাপনা, বিপণন কৌশল, ব্যবসায়িক মডেল উন্নয়ন এবং ডিজিটাল সার্ভিসের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
এই কার্যক্রমে থাকছে- খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞ পরিচালিত বিভিন্ন সেশন, কেস স্ট্যাডি এবং ইন্টারঅ্যাকটিভ আলোচনা, যা অংশগ্রহণকারীদের সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়াবে এবং নতুন উদ্যোগ গ্রহণের মানসিকতা গড়ে তুলতে সহায়তা করবে। এই প্রোগ্রামটি সকলের জন্য উন্মুক্ত থাকবে, তবে অংশগ্রহণকারীদের একটি নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে বাছাই করা হবে।
এ সংক্রান্ত চুক্তিনামা হস্তান্তর করেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং আইবিএ-এর অধ্যাপক শেখ মোর্শেদ জাহান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আইবিএর-এর ম্যানেজমেন্ট ডেভলপমেন্ট প্রোগ্রামের কোঅর্ডিনেটর মো. রিদওয়ানুল হক-পিএইচপি; অধ্যাপক মো. মহিউদ্দিন-পিএইচডি; অধ্যাপক খালেদ মাহমুদ-পিএইচডি; অধ্যাপক ড. সুতাপা ভট্টাচার্য-জিপিএইচআর।
এই সহযোগীতা মূলত বাংলাদেশের উদ্যোক্তা উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা প্রদানের ক্ষেত্রে প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন। এছাড়া উদ্যোক্তা কমিউনিটির মধ্যে নেতৃত্ব গুণাবলী বৃদ্ধি এবং ব্যবসা উন্নয়ন দক্ষতা বাড়াতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে আইবিএ।