সোমবার, ১৪ জুলাই, ২০২৫
25 Aug 2025 04:33 am
![]() |
মো.সফিকুল আলম দোলন,জেলা প্রতিনিধি,পঞ্চগড়:-পঞ্চগড়ে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ত্রিবার্ষিক সম্মেলন শনিবার দুপুরে বোদা গার্লস স্কুল এন্ড কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়।বোদা উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের আহবায়ক ও জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
দুপুরে জাতীয় সংগীতের মাধ্যমে ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করা হয়।এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,শিক্ষকেরাই জাতির বিবেক। শিক্ষকেরা যেন কোন খারাপ কাজের সাথে জড়িত না থাকে।বিদ্যালয়ের সময়ে যেন অন্য কোনখানে না যায় সে জন্য বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানরা খেয়াল রাখবেন।শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে বন্ধন তৈরি করতে হবে।পরে শিক্ষামূলক একটি নাটিকা পরিবেশন করা হয়।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোট বোদা উপজেলা শাখার,সভাপতি তোয়াবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি কায়েদ ই আজম, মাদ্রাসা শিক্ষক সমিতির আহবায়ক সাইফুল্লাহ,শিক্ষক সমিতির আহŸায়ক আনসারুল ইসলাম হেলাল,বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের, সভাপতি রফিকুল ইসলাম।
মোঃ সফিকুল আলম দোলন,জেলা প্রতিনিধি,পঞ্চগড়