রবিবার, ০৬ জুলাই, ২০২৫
25 Aug 2025 07:40 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলার শিশুদহ গ্রামে লাইজু বেগম নামের এক গৃহবধূর বাড়িতে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। ৫ জুলাই শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। অনেক কষ্ট করে জমানো সঞ্চয় কয়েক মিনিটেই শেষ হয়েছে লাইজু বেগমের,সব হারিয়ে নির্বাক তাকিয়ে রয়েছে ঘর-বাড়ীর দিকে।এ ব্যাপারে লাইজু বেগম বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
জানা যায়, শিশুদহ গ্রামের আইনুল হক সরকারের স্ত্রী লাইজু বেগম দুপুর ১২টার দিকে তার বাড়ীতে তালা দিয়ে বাইরে যান। দুপুর সাড়ে তিনটার দিকে তিনি ফিরে এসে দেখতে পান বাড়ির কেচি গেটের তালা ভাঙ্গা। ঘরের ভেতরে ঢুকে দেখতে পান ঘরের দরজার তালা ভেঙ্গে চোরের দল ভিতরে ঢুকেছে এবং স্টিলের একটি সিন্দুকের তালা ভেঙে মূল্যবান মালামাল চুরি করেছে।
লাইজু বেগম বলেন, প্রায় ৬ ভরি ৮ আনা ওজনের স্বর্ণালঙ্কার, ১ লাখ ৫০ হাজার টাকাসহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে চোরের দল। লাইজু বেগম আরো জানান,একেবারে নিঃস্ব হয়ে গেছি,টাকা-পয়সা কিছুই রেখে যায়নি চোরের দল।
এ বিষয়ে জানতে চাইলে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো বলেন, অভিযোগ পেয়েছি, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।কারা জড়িত থাকতে পারে আমরা তদন্ত করছি।