মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫
26 Aug 2025 07:50 pm
![]() |
শাহ আলম,ঘোড়াঘাট,দিনাজপুর থেকেঃ- দিনাজপুর জেলার ঘোড়াঘাটে জাতীয়তাবাদী দল বি,এন,পির উপজেলা,পৌরশাখা,ইউনিয়ন শাখা ও ওয়্যার্ড শাখার সকল সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরন কর্মসুচীর শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার বেলা ১২ টায় ঘোড়াঘাট উপজেলা অডিটোরিয়ামে দিনাজপুর জেলা বি,এন,পির সিনিয়র সহ সভাপতি,ঘোড়াঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঘোড়াঘাট উপজেলা বি,এন,পির সভাপতি শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও দিনাজপুর জেলা বি,এন,পির যুগ্ম সাধারণ সম্পাদক, ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র ও ঘোড়াঘাট পৌর বি,এন,পির সভাপতি আবদুস ছাত্তার মিলনের ধারাবর্ননায় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদ দল বি,এন,পির স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যাক্তি গত চিকিৎসক ও দিনাজপুর ৬ আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ জাহিদ হোসেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্ততি গ্রহন সহ গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানে ,ঘোড়াঘাট উপজেলা বি,এন,পির সিনিয়র সহ সভাপতি মাহবুবুর রহমান,সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লেলিন,পৌর বি,এন,পির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন,সহ সভাপতি আজাদ রহমান আজাদ,সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম,আবদুল আল মামুন সরকার,যুবদলের আহবায়ক সজীব কবীর,আলোচনা সভা শেষে প্রধান অতিথি ঘোড়াঘাট উপজেলা বি,এন,পির সভাপতি শামীম হোসেন চৌধুরী ও ঘোড়াঘাট পৌর বি, এন,পির সভাপতি আবদুস ছাত্তার মিলনের হাতে সদস্য পদ নবায়ন পত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে ও নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরনের শুভ উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানে উপজেলার বি,এন,পি সহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী,গনমাধ্যম কর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।