বুধবার, ২৫ জুন, ২০২৫
27 Aug 2025 02:11 am
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- জনবান্ধব নিবন্ধন ব্যবস্থা কার্যকর ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার আদমদীঘি উপজেলা সাবরেজিষ্ট্রি অফিসের অধিনে কর্মরত দলিল লেখকদের এক দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৪ জুন) সকালে সাব-রেজিষ্ট্রি অফিস কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আদমদীঘি সাব রেজিষ্ট্রি অফিসের সাব-রেজিষ্ট্রার মুদাচ্ছির হাসানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা রেজিস্টার সিরাজুল করিম, নন্দীগ্রাম সাব রেজিষ্ট্রি অফিসের সাব-রেজিষ্টার সামিমা পারভীন,শেরপুর সাবরেজিষ্ট্রি অফিসের সাব রেজিষ্ট্রার মিজানুর রহমান, সহকারী আব্দুল জলিল, দলিল লেখক আইয়ুব হোসেন, আনোয়ার হোসাইন, আব্দুস ছালাম, আখতারুজ্জামান রতন, এটিএম কামরুল ইসলাম, আতোয়ার হোসেন প্রমুখ। কর্মশালয় নতুন অর্থ বছরের জমি সংক্রান্ত আইন কানুন নিয়ে বিষদ আলোচনা করা হয়।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি