শনিবার, ২১ জুন, ২০২৫
27 Aug 2025 04:17 pm
![]() |
প্রেস বিজ্ঞপ্তি:- বগুড়া জীবনানন্দ পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে।শুক্রবার সন্ধ্যায় শহরের ম্যাক্স মোটেলে সংগঠনের প্রধান সমন্বয়কারী কবি ইসলাম রফিকের সভাপতিত্বে সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।সাধারণ সভায় বিগত কমিটির কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।ইতোমধ্যে কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এবং নিস্ক্রিয়তা থেকে সংগঠনের কাজে গতিশীলতার আনয়ণের লক্ষে সদস্যদের মতামতের ভিত্তিতে বিশ্বজিৎ দাশকে সভাপতি এবং অনন্য রাসেলকে সাধারণ সম্পাদক করে ৯ (নয়) সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহসভাপতি হাবীবুল্লাহ জুয়েল,সহ-সাধারণ সম্পাদক মাহবুব টুটুল,অর্থ ও দপ্তর সম্পাদক শাকিবুল শাকিল,প্রচার ও প্রকাশনা সম্পাদক বেলাল সরকার এবং নির্বাহী সদস্য ০৩(তিন) জন হলেন আমিনুল ইসলাম রনজু ,সাহানা আক্তার এবং সুমন মোহন্ত।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া লেখক চক্রের সাবেক সাধারণ সম্পাদক কামরুন্নাহার কুহেলী,কবি ও ব্যাংকার এনায়েত হোসেন কয়েল প্রমুখ।
বার্তা প্রেরক(ইসলাম রফিক)প্রধান সমন্বয়কারী,বগুড়া জীবনানন্দ পরিষদ