বুধবার, ১৮ জুন, ২০২৫
28 Aug 2025 09:27 am
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়ন পরিষদের ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোশাহেদ হোসেন চৌধুরী বাবলুকে (৬৫) গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা শেষ করে নিজ বাড়ি ফেরার পথে, উপজেলা হিসাব রক্ষন অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় দায়ের হওয়া মামলার আসামি হিসেবে মোশাহেদ হোসেন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।