সোমবার, ০২ জুন, ২০২৫
31 Jul 2025 05:37 pm
![]() |
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-জামালপুর জেলার মাদারগঞ্জে উপজেলার তারতাপাড়া গ্রামে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। শনিবার (৩১ মে) রাতে খনিজ গ্যাসের সন্ধান পায় বাপেক্স।
রোববার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক।
তিনি জানান, ২৬০০ মিটার খননের পর গত রাতে গ্যাসের সন্ধান পায় বাপেক্স। এখন ডিএসটি চলমান রয়েছে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর গ্যাসের পরিমাণ সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।তিনি আরো জানান, তিন মাস মেয়াদি প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ১৬৮ কোটি টাকা।
জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের কর্মকর্তারা জানান, ২ হাজার ৬০০ মিটার খনন করা হয়েছে। ১ হাজার ৪৪১ থেকে ১ হাজার ৪৪৫ মিটার মাটির নিচের স্তরে থেকে ৭.২ মিলিয়ন চাপে গ্যাস বের হচ্ছে। তার উপরে আরো একটি স্তর রয়েছে, ওইখানেও গ্যাস রয়েছে।আগামী ৭২ ঘণ্টা প্রাথমিক পরীক্ষা শেষে , কি পরিমাণ গ্যাস রয়েছে তা জানা যাবে।এ ছাড়াও তেল জাতীয় পদার্থ রয়েছে কি না তা পরীক্ষা শেষে জানা যাবে।