শুক্রবার, ২৩ মে, ২০২৫
31 Jul 2025 07:54 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভা ৭ নং ওয়ার্ড কালুগাড়ি গ্রামে আ: হামিদ (চেংটু) ছেলে ফারুক নামের এক কৃষকের ২টি পানের বরজ বাতাসে মাটিতে শুয়ে পরে।
গতকাল রাতে প্রচুর বাতাস হয় এবং সেই বাতাসে ফারক সহ আরোও অনেকের পানের বরজ সহ অনেক ফসলের ক্ষতি হয়।
সরজমিন গিয়ে দেখা যায় ফারুক নামের সেই কৃষকের ২টি পানের বরজই নষ্ট হয়।ফারুক বলেন তার সংসারের সব কিছু এই পানের বরজের উপর নির্ভর ছিল।কিন্তু পানের বরজ ২টি নষ্ট হওয়ার তার পুরো সংসার এখন চলানো কঠিন হয়ে যাবে।তার আয়ের উৎস একমাত্র এই পানের বরজ ই ছিল।তার ২টি মেয়ে সন্তানের পড়াশোনা খরচ সহ সব কিছু এটা দ্বারাই চলত।
এলাকায় আরও অন্যান্য লোকদের সাথে কথা হলে তারা জানান এই ফারুক অনেক কষ্টে এই পানের বরজ গড়ে তোলেন।কিন্তু গত দিনের বাতাসে ২টি বরজই পরে যায়।তার সংসার চালানোর মতো আর কোন উপায় নাই বা অন্য কোন ফসলের জমিও নাই।এলাকার লোক দাবি জানান তার পাশে যেন সরকারিভাবে কৃষি কর্মকর্তারা দাঁড়ান।