বুধবার, ১৪ মে, ২০২৫
14 May 2025 10:00 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের উপর হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে তিনজন গুরুতর আহত হন।
শুক্রবার (৯ মে ২০২৫) বিকেল ৫টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন বিকেলে কৃষ্ণপুর গ্রামের আব্দুল হালিমের নেতৃত্বে ৮-১০ জনের একটি সশস্ত্র দল ধারালো অস্ত্র নিয়ে প্রতিবেশী নুর আলমের বাড়িতে হামলা চালায়। এ সময় কোহিনুর বেগম (৫৫) গুরুতর আহত হন। তাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থানকালে প্রতিপক্ষের লোকজন তাকে অপহরণের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে তাকে বগুড়ার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, হামলায় প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আহত কোহিনুর বেগমের বড় ছেলে নুর আলম মণ্ডল বাদী হয়ে কৃষ্ণপুর গ্রামের কাফী মণ্ডলের ছেলে আশরাফ মণ্ডল, মেয়ে ফারজানা আক্তার সাথী, আজগর আলীর ছেলে ফজলু মণ্ডল, জলু মিয়ার ছেলে জহুরুল ইসলাম এবং তার স্ত্রী লাভলী বেগমসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করে পলাশবাড়ী থানায় মামলা (নং-০৪, তারিখঃ ৯ মে ২০২৫) দায়ের করেন।
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। এতে বাদীপক্ষ তদন্তকারী কর্মকর্তার ভূমিকায় প্রশ্ন তুলেছেন।
তদন্ত কর্মকর্তা এসআই জুলিয়াস বলেন, "বাদীর ধারণা অমূলক। তবে আমি উদ্বিগ্ন যে, কোহিনুর বেগমকে সঠিক চিকিৎসা না দিয়ে অবহেলা করা হচ্ছে, যা তার জীবন ঝুঁকিতে ফেলতে পারে।" তিনি আরও জানান, ইতোমধ্যে মামলার তিনজন আসামি আদালত থেকে জামিন নিয়েছেন।
এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, "ঘটনার পরপরই থানায় একটি মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"