বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫
09 May 2025 12:15 am
![]() |
ঢাকা, ৭ মে ২০২৫: বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে উদ্ভাবনী গবেষণা ও কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রে যৌথভাবে কাজ করার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।
গত সোমবার ( ৫ মে ২০২৫) চুক্তিটি স্বাক্ষরিত হয়। বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির অধীনে নির্বাচিত এমফার্ম শিক্ষার্থীদের জন্য বেক্সিমকো ফার্মা আর্থিক সহায়তা ও বিশ্বমানের আর এন্ড ডি ল্যাবরেটরি সুবিধা প্রদান করবে। এতে শিক্ষার্থীরা নির্দিষ্ট বিষয়ে থিসিস সম্পন্ন করতে পারবেন। বেক্সিমকো ফার্মার এই সহযোগিতা তরুণ গবেষকদের বিকাশ ও দেশের ওষুধ শিল্পে গবেষণামূলক কার্যক্রমকে উৎসাহিত করবে।
বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা বলেন, “নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই অংশীদারিত্ব শিক্ষা ও শিল্প খাতের মধ্যে কোলাবোরেশন কার্যক্রমকে উৎসাহিত করবে। বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে ওষুধ শিল্পকে এগিয়ে নিতে এই ধরনের অংশীদারিত্ব খুবই কার্যকর।”
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী বলেন, “শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ সাধনে শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে গঠনমূলক অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের উদ্যোগ দেশের মেধাবী শিক্ষার্থীদের উদ্ভাবনী গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি করবে।”
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড সম্পর্কে:
বেক্সিমকো ফার্মা দেশের শীর্ষস্থানীয় ঔষধ প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। ১৯৭৬ সালে প্রতিষ্ঠার পর থেকে এই কোম্পানি ট্যাবলেট, ক্যাপসুল, লিকুইড, সেমি-সলিড, ইন্ট্রাভেনাস ফ্লুইড, মিটারড ডোজ ইনহেলার, ড্রাই পাউডার ইনহেলার, স্টেরাইল অফথ্যালমিক ড্রপ, ইনসুলিন, প্রিফিল্ড সিরিঞ্জ, ইনজেক্টেবল, নেবুলাইজার সলিউশন, ওরাল সলিউবল ফিল্মসহ বিভিন্ন ধরনের জেনেরিক ওষুধ উৎপাদন করে বিশ্বজুড়ে মানুষের স্বাস্থ্য সেবায় অবদান রাখছে।
এছাড়াও, প্রতিষ্ঠানটি বহুজাতিক ও বৈশ্বিক জেনেরিক ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর জন্য চুক্তিভিত্তিক উৎপাদন কার্যক্রম পরিচালনা করে। বেক্সিমকো ফার্মার আধুনিক ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি সমুহ যুক্তরাষ্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, জিসিসি ও লাতিন আমেরিকার মতো দেশগুলোর নিয়ন্ত্রক সংস্থার স্বীকৃতি পেয়েছে এবং ৫০টিরও বেশি দেশে এর পণ্য রপ্তানি হয়। রপ্তানি বাণিজ্যে অনন্য অবদানের জন্য সর্বোচ্চ নয়বার জাতীয় রপ্তানি ট্রফি (স্বর্ণ )অর্জন করেছে।