বুধবার, ০৭ মে, ২০২৫
07 May 2025 11:29 pm
![]() |
নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:- নওগাঁর আত্রাইয়ে নেশাজাতীয় অ্যাম্পলসহ শাহিন শেখ নামে একজনকে আটক করেছে আত্রাই থানা পুলিশ।
মঙ্গলবার ৬ মে সকাল আনুমানিক নয়টায় উপজেলার বান্দাইখাড়া এলাকা থেকে তাকে আটক করে।আটককৃত শাহিন শেখ (৩২) উপজেলার সাহেবগঞ্জ গ্রামের মৃত আ: রহমানের ছেলে।
জানা যায়, মাদকদ্রব্য বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বান্দাইখাড়া এলাকায় আত্রাই থানার সাব-ইনেস্পেক্টর সাহাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান। অভিযানকালে শাহিন শেখ নামে একজনকে আটক করেন। আটকের পর শাহিনকে তল্লাশী করলে তার কাছ থেকে নয় পিচ অ্যাম্পল পাওয়া যায় বলে জানান।
আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বান্দাইখাড়া এলাকা থেকে শাহিন নামে একজন কে আটক করা হয়। আটককৃত শাহিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।