মঙ্গলবার, ০৬ মে, ২০২৫
06 May 2025 03:43 pm
![]() |
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি:-গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সোমবার কুড়িগ্রামের কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ মোড়স্থ দোয়েল চত্বরে এক সমাবেশে মিলিত হয়।
এসময় এনসিপি'র কুড়িগ্রাম জেলা শাখার সংগঠক রাশেদুজ্জামান তাওহীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন এনসিপি'র অন্যতম সংগঠক মুকুল মিয়া, হাফিজুর রহমান জুয়েল, আব্দুর রাজ্জাক রাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ ও সদস্য সচিব ফয়সাল আহমেদ সাগর প্রমুখ।
বক্তারা বলেন অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, আওয়ামীলীগের উপর ভর করে দিল্লীর দাদাগিরি আর চলবেনা। তারা আরো বলেন গাজীপুরে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লার উপর যে বর্বরোচিত হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের দাবি জানান তারা।