সোমবার, ০৫ মে, ২০২৫
07 May 2025 03:57 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- ইডেন গার্ডেন্সে শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২২ রান।রাজস্থান রয়্যালসের ব্যাটার শুভাম দুবে আর জোফরা আরচার মিলে নিয়ে নিলেন ২০ রান।১ রান বাকি থাকতেই থেমে যেতে হলো রাজস্থানকে।শেষ মুহূর্তের ১ রানের শ্বাসরূদ্ধকর এই জয়ে আইপিএলের প্লে-অফের দৌড়ে নিজেদেকে টিকিয়ে রাখলো কলকাতা নাইট রাইডার্স।
রোববার (৪ মে) প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২০৬ রান।জবাব দিতে নেমে রাজস্থান ৮ উইকেট হারিয়ে থেমে যায় ২০৫ রানে।১ রানের জয় পায় কলকাতা। এই জয়ে ১১ ম্যাচ শেষে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে উঠে এলো দলটি।বাকি আছে এখনও ৩ ম্যাচ।এই তিন ম্যাচ জিততে পারলে প্লে-অফে ওঠার সম্ভাবনা রয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।রাজস্থান রয়্যালসের এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে।
ইডেন গার্ডেন্স এবার খুব বেশি কিছু উপহার দিতে পারেনি কলকাতাকে। অবশেষে নিজেদের সেই মাঠেই শ্বাসরুদ্ধকর জয়টা পেলো আজিঙ্কা রাহানের দল। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কলকাতা। শুরুতে সুনিল নারাইনের উইকেট (১১ রানে) হারালেও রহমানুল্লাহ গুরবাজ, আজিঙ্কা রাহানের ব্যাটে দারুণ জবাব দেন স্বাগতিক ব্যাটাররা।
রহমানুল্লাহ গুরবাজ আউট হন ৩৫ রান করে। ২৪ বলে ৩০ রান করেন আজিঙ্কা রাহানে। ৩১ বলে ৪৪ রান করেন অংক্রিশ রঘুবংশি। তবে শেষ মুহূর্তে ঝড় তুলে কলকাতাকে বিশাল স্কোর পাইয়ে দেন আন্দ্রে রাসেল। পুরো আইপিএল নিষ্প্রভ থাকার পর অবশেষে ব্যাট হাতে জ্বলে উঠলেন এই বিধ্বংসী ব্যাটার। ২৫ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন তিনি।৪টি বাউন্ডারির সঙ্গে মারেন ৬টি ছক্কার মার। ৬ বলে ১৯ রানে অপরাজিত থাকেন রিঙ্কু সিং।
জবাব দিতে নেমে ৮ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে রাজস্থান। এরপর জসস্বি জয়সোয়াল ও রায়ান পরাগ মিলে জুটি বাঁধেন। তারা নিয়ে যান ৬৬ রান পর্যন্ত। এ সময় ২১ বলে ৩৪ রান করে আউট হন জয়সোয়াল। ৪৫ বলে ৯৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেও রায়ান পরাগ দলকে জেতাতে পারেননি। ২৩ বলে ২৯ রান করেন শিমরন হেটমায়ার। ১৪ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন শুভাম দুবে।
মঈন আলি, হর্ষিত রানা ও বরুন চক্রবর্তি নেন ২টি করে উইকেট। ১টি নেন বৈভব অরোরা।