সোমবার, ০৫ মে, ২০২৫
06 May 2025 08:46 pm
![]() |
সঞ্জু রায়,বগুড়া:-তরুণ প্রজন্মের ক্যারিয়ার সচেতনতা এবং নেতৃত্ব বিকাশের লক্ষ্যে ‘স্বপ্নজয়ের এইতো শুরু’ শিরোনামে বগুড়ায় ব্যতিক্রমধর্মী ক্যারিয়ার বিষয়ক আয়োজন অনুষ্ঠিত হয়েছে।শনিবার দিনব্যাপী শহরে টিটু মিলনায়তনে অনুপ্রেরণামূলক এই আয়োজনের নেতৃত্ব দেয় আন্তর্জাতিক যুব সংগঠন জেসিআই এবং তরুণদের প্ল্যাটফর্ম ইয়ুথ বিল্ডআপ কমিউনিটি (ওয়াইবিসি)।
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীর সরব উপস্থিতিতে পুরো দিনের আয়োজনে উচ্চশিক্ষার সুযোগ, ক্যারিয়ার প্রস্তুতি, উদ্যোক্তা মনোভাব ও আত্মউন্নয়নমূলক দক্ষতা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আয়োজনের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাকসিডো-এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান, কর্পোরেট আস্ক-এর প্রধান নির্বাহী নিয়াজ আহমেদ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়-এর প্রভাষক ও আইইএলটিএস প্রশিক্ষক শাহনেওয়াজ হোসেন জয়। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস কে মতিউর রহমান (২০২৫ সালের ন্যাশনাল লিগ্যাল কাউন্সিল) এবং আরিফীন রাফি আহমেদ (২০২৫ সালের ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট)।
আয়োজনে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিদেশে উচ্চশিক্ষার প্রেক্ষাপট, সিভি তৈরির কৌশল, পেশাগত প্রস্তুতি এবং আত্মবিশ্বাস ও নেতৃত্বের বিকাশ বিষয়ে বাস্তবভিত্তিক ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
দিনব্যাপী এই আয়োজনের একটি বিশেষ মুহূর্ত ছিল ওয়াইবিসি-এর নতুন ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন যা তরুণদের জন্য এটি একটি অনলাইন জ্ঞানভিত্তিক রিসোর্স প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে জেসিআই বগুড়া কর্তৃক আয়োজিত সৃজনশীল তরুণ উদ্যোক্তা (সিওয়াইই) সেশনে প্রেজেন্টেশন দেন সংগঠনের লোকাল প্রেসিডেন্ট সাদমান বিন সামদ। যেখানে উদ্যোক্তা হওয়ার প্রাথমিক ধারণা ও প্রস্তুতির বিষয়ে আলোকপাত করা হয়।
ব্যতিক্রমী এই আয়োজনে সহযোগিতার পাশাপাশি অংশগ্রহণ করে দেশের বিভিন্ন সামাজিক ও পেশাগত প্রতিষ্ঠান যার মাঝে আমাল ফাউন্ডেশন, সুখের খামার, ওয়াইবিসি, টেক্সর্ট, গিয়ার লঞ্চ, প্রোফ্যাসিলিটি, দ্য ব্রেকরুম, স্পাইসেল, সেই হাই, এবং পিক্সেলস কম্পিউটার উল্লেখযোগ্য।
পরিশেষে র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি করা হয়।
আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়,স্বপ্নজয়ের এইতো শুরু’ কেবলমাত্র একটি সূচনা মাত্র।দেশের তরুণ সমাজকে দক্ষ,আত্মবিশ্বাসী এবং ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তারা ভবিষ্যতেও এমন আরও আয়োজন করতে আগ্রহী।তরুণদের একত্রিত করে জ্ঞান,দিকনির্দেশনা ও উদ্দীপনার পরিবেশ তৈরি করাই হবে তাদের ভবিষ্যতের মূল লক্ষ্য।