সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
28 Apr 2025 08:56 pm
![]() |
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ সোমবার দুপুরে বগুড়ার কাহালু তাইরুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির সভাপতি পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবুকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান অত্র বিদ্যালয়ের পক্ষে শিক্ষকবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত এডহক কমিটির সদস্য সচিব ও কাহালু তাইরুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল উদ্দিন প্রামানিক, অভিভাবক সদস্য ও কাহালু পৌরসভার সাবেক কাউন্সিলর মো. ইব্রাহীম আলী, শিক্ষক প্রতিনিধি নিত্য কুমার রায়।
ফুলেল শুভেচ্ছা শেষে নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও প্রথম সভা অনুষ্ঠিত হয়।
পরিচিতি ও প্রথম সভায় সভাপতিত্ব করেন নবগঠিত এডহক কমিটির সভাপতি প্রভাষক হাফিজার রহমান বাবু।