শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
25 Apr 2025 06:25 am
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার সাঘাটা উপজেলার এসএসবি ইটভাটার গর্ত থেকে সাড়ে তিন বছর বয়সী জোনায়েদ মিয়া নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্বজনরা।
নিহত জোনায়েদ মিয়া হাপানিয়া গ্রামের এমদাদুল হকের ছেলে।বুধবার (২৩ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের হাপানিয়া এলাকার ওই ইটভাটার গর্ত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
স্বজনরা জানান, বুধবার সকালের দিকে বাড়ির পাশে খেলছিল জোনায়েদ মিয়া। এরই মধ্যে হঠাৎ সবার অজান্তে নিখোঁজ হয় সে। খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুরের দিকে এসএসবি ইটভাটার একটি গর্তের পানিতে তার ভাসমান মরদেহ দেখা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় জোনায়েদ মিয়ার লাশ গর্ত থেকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশাহ আলম বলেন, ওই স্থানে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়।