শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
25 Apr 2025 06:32 am
![]() |
বগুড়া সদর উপজেলায় চারমাথা এলাকায় সড়ক দুর্ঘটনায় ০১ জন গুরুতর আহত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বগুড়া সদর উপজেলার চারমাথায় রাস্তা পারাপারের সময় নিশিন্দারা মধ্যপাড়ার রমজান সরকারের পুত্র মোঃ তারা মিয়া (৫৩) ট্রাক চাপায় গুরুতর আহত হয়।পরবর্তীতে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করে।বর্তমানে মৃতদেহটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।