শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
25 Apr 2025 06:17 am
![]() |
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:- জামালপুর সদর উপজেলার নান্দিনা থেকে বুধবার ২৩ এপ্রিল দুপুর ১২টার দিকে যুবদল নেতা নূর ইসলামের প্লাটিনা মটরসাইকেলটি চুরি হয়েছে।যাহার নাম্বার ময়মনসিংহ - হ - ৭৮৮০ ।নূর ইসলাম সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, নান্দিনা পশ্চিম বাজার বাড়ী সংলগ্ন আল বেরুনি একাডেমী নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেই একাডেমিতে আমার ছেলে লেখাপড়া করে। অন্যান্য দিনের মতো সেই দিনও একাডেমির গেটের বাইরে আমার মটরসাইকেল দাঁড় করিয়ে ছেলের জন্য গেটে অপেক্ষা করছিলাম।এক পর্যায়ে ছেলের বের হতে দেরী দেখে
স্কুলের ভিতর যাই।ভিতর থেকে এসে দেখি আমার মটরসাইকেলটি নেই।কে বা কারা চুরি করে পালিয়েছে।
বিষয়টি আমি তৎক্ষণাত জামালপুর সদর থানায় অবহিত করি।বাজারে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে করি ।
পরে নান্দিনা পশ্চিম বাজারে জনৈক এক ব্যক্তির বাসার স্থাপিত সিসিটিভি ক্যামেরা রাস্তায় দ্ধারে থাকা ক্যামেরায় মটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার ছবিটি ধরা পড়ে। ক্যামেরার ফুটেজে দেখা গেছে মটরসাইকেল চুরি করে চোর জামালপুর দিকে যাচ্ছে। নিউজের ছবিটি মটরসাইকেল চোরের।
গত কিছুদিন আগে নান্দিনা পূর্ববাজার ধান হাটা জামে মসজিদের সামনে থেকে মুফতি রিয়াজুল ইসলাম নামে এক হুজুরের মটরসাইকেলটি চুরি হয়। চোরের উপদ্রব বেড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
ছবি দেখে চুরকে সনাক্ত করতে পারলে নিকটস্থ থানায় খবর দিবেন।